২১শে আগষ্ট উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া
প্রেসবাংলা ২৪. কম: ২১ শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং আহতদের রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১শে আগষ্ট) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মোনাজাতে ২১ শে আগষ্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন, খবির উদ্দিন, মোঃ আসাদুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দ্বীপ।