নগরীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আলোর মিছিল
প্রেসবাংলা ২৪. কম: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মোমবাতি প্রজ্জলন ও আলোর মিছিল করা হয়েছে।
সোমবার ( ১৪ আগষ্ট ) সন্ধ্যায় নগরীর উকিল পাড়া থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ২নং রেল গেইট দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা ।
এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার,মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, কাশিপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দাস প্রমুখ।