৩ দফা দাবি দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ নগরীতে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) বাদ আছর নগরীর চাষাড়া প্রেসক্লাব সংলগ্ন নূর মসজিদের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দলীয় মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সাহেব সহ কারাবন্দী আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। মহানগর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আল-আমিন রাকিবের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ। আরো বক্তব্য প্রদান করেন মহানগরের সহ-সভাপতি আলহাজ্ব আবু সাঈদ, সহ-সভাপতি মো: নূর আলম, জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক, মহানগরের সাধারণ সম্পাদক মুফতি রশীদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফাতীহ সোলাইমান, বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সিদ্ধিরগন্জ থানার সেক্রেটারি মো: ওমর ফারুক, যুব মজলিস ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com