বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের দাবীতে মামুন মাহমুদের বিক্ষোভ

প্রেসবাংলা ২৪. কম: গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমন, হামলা, নির্যাত ও পাইকারীহারে গ্রেফতারের প্রতিবাদে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চাষাড়াস্থ বালুরমাঠ এলাকায় এ কর্মসূচী পালন করে তারা।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মামুন মাহমুদ।

এসময় তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগ করলেই সব ঠিক হয়ে যাবে। জায়গায় জায়গায় ঔষধ না দিয়ে জায়গা মত ঔষধ দিলেই কাজ হবে। কোথায় ঔষধ দিতে হবে সেটা আমরা জানি। বর্তমান অবৈধ সরকার গত দুটি জাতীয় নির্বাচনে কিভাবে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে সেটা আপনারা দেখেছেন। পরবর্তীতে তাদের অধিনস্থ প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ব্যবহার করে তত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে। এখন তারাই বলছে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক।

তিনি আরো বলেন, আপনি যতই স্বপ্ন দেখেন কোন লাভ হবেনা। দুইবার আপনি ধোঁকা দিয়ে, মানুষের ভোটের অধিকার খর্ব করে ক্ষমতায় এসেছেন। লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন, আজকে সেই নেতাকর্মীরা এখন রাজপথে। আপনারা যে উন্নয়ন করছেন সেটা জনগণের কোন কাজে আসছেনা। আগে মানুষের উন্নয়ন করুন তাহলেই দেশের উন্নয়ন সম্ভব হবে। মেগা প্রকল্পের নামে যে চুরি, দূর্ণীতি করেছেন তার সবই জনগণ জানে। যারা দুর্নীতি করেছেন, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের আন্দোলন পুলিশের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন কোন বাহিনীর বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দাবীতে।

জনসমাবেশে ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেলসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com