প্রেসবাংলা ২৪. কম: সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে জনসমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সোমবার (৩১ জুলাই) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় এ জনসমাবেশ করেছে মহানগর বিএনপি।
এদিকে কেন্দ্র ঘোষিত মহানগর বিএনপির জনসমাবেশ কর্মসূচিকে সোহেল লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর উপজেলা ও বন্দর থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপি, মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল, তাঁতীদল, ওলামাদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশের পূর্বেই নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হতে থাকে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, শওকত হাসেম শকু, রাশিদা জামাল, বরকত উল্লাহ, শাখায়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল প্রমুখ।