বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর আ’লীগের সমাবেশ

প্রেসবাংলা ২৪. কম: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকেল ৫টায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ২নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দ সাধারণ মানুষের উপর ভরসা না রেখে আজকে বিদেশীদের দ্বারস্থ হয়ে ষড়যন্ত্র করছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশে প্রভূত উন্নয়ন হয়েছে। অথচ একসময় বিএনপির আমলে বিদ্যুতের জন্য রাতের আধাঁরে সাধারণ মানুষ মিছিল করেছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে পরিত্রান দিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে। সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে আর আওয়ামী লীগের আমলে বিনামূল্যে সার বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, আজকে আওয়ামী লীগ উন্নয়নের কাজ করে আর বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী লীগ পরমানু বিদ্যুৎ উৎপাদন করে আর বিএনপি দূর্ণীতিতে চ্যাম্পিয়ন হয়। যে তত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করছে সেটা তাদের আমলেই বাদ দেওয়া হয়েছিলো। তখন বিএনপি এই রায়ের বিরুদ্ধে আপীল করেনি। অথচ ক্ষমতায় আসার জন্য তারা সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করছে। এ অবস্থা থেকে পরিত্রানের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছে। গতকাল তারা যে নৈরাজ্য করেছে তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করবো। আমরা কেন অশান্তি চাই না, নৈরাজ্য চাই না। যদি বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল, শেখ হায়দার আলী পুতুল, সাবেক প্রচার বিষয়ক সম্পাদক এড. আবু আল মুজাহিদ পলু, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ সাদিম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com