জুয়েলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে আনন্দ র্যালী করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের নেতৃত্বে কর্মসূচী পালন করে।
এর পূর্বে চাষাড়া থেকে একটি আনন্দ মিছিল ২নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আপনারা বরাবরই দেখেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ যখনই দ্বায়িত্ব পেয়েছে, আমি, আমার সহযোদ্ধা সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করেছি। বিগত দিনগুলোতে যখন আমাদের দেশ সুন্দরভাবে চলে, যখন বাংলাদেশ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যায় সেই সময় থেকে একটি দল আমাদেরকে আঘাত করে, বাধাঁগ্রস্ত করে। যাতে করে এদেশের মানুষ উঠতে না পারে।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আল্লাহর রহমতে এটা মুসলমানদের দেশ। শেখ হাসিনার প্রতি মানুষের দোয়া আছে এবং সে দোয়ার পরিপ্রেক্ষিতে দেশে অনেক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমার নেত্রী শেখ হাসিনা সরকারকে সাথে দেশে অনেক মেগা প্রকল্প করেছে। আমাদের আগামীকালকের যে সমাবেশ হবে সেটার মূল ম্যাসেজটি হলও, কেউ যেন আমাদের দেশের মানুষদের ক্ষতি করতে না পারে, অতীতে যারা আগুন সন্ত্রাসী করেছে, মানুষকে আগুনে পুড়িয়ে মানুষের জানমালের ক্ষতি করেছে সেটা আমরা রুখে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সাংসদ শামীম ওসমানের দিকনির্দেশনায় কাজ করে যাবো।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল ঢাকার শান্তি সমাবেশে সবাইকে যোগ দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামীকাল সকাল ১১ টায় চাষাড়া রাইফেল ক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করে ঢাকা সমাবেশ স্থলে উপস্থিত হবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মোক্তার, প্রচার সম্পাদক উজ্জ্বল চন্দ্র দে, সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান, মহানগর স্বেচ্ছাসেবক লীগর সাবেক আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা সহ কয়েক শতাধিক নেতাকর্মী।