রূপগঞ্জ চনপাড়ার সন্ত্রাসী রায়হান পিস্তল ও মাদকসহ গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হানকে পিস্তল ও হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯/২নং ওয়ার্ডের ফারুক মিয়ার বিল্ডিং ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়।

এসময় ভবনটির একটি কক্ষের মেঝের তোশকের নিচ থেকে ১টি বিদেশি অস্ত্র, ১টি ম্যাগজিন ও ১৫০০ ছোট পুরিয়া (৩০০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে রোববার (২৫ জুন) রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক, গোলাগুলি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল গ্রুপের সঙ্গে রায়হান গ্রুপের প্রায়শই মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটতো। গত ২৩ জুন গুলিবিদ্ধ মাসুদ ও বাবলু জানিয়েছে উক্ত গোলাগুলির ঘটনায় রায়হান গুলি করেছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com