আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে না’গঞ্জ কৃষক লীগের আলোচনা সভা

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা কৃষক লীগের আলোচনা সভা ও প্রচার পত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ২৩ জুন) সকালে দুই নং রেইল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা কৃষক লীগের আলোচনা সভা ও প্রচার পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা।
জেলা কৃষক লীগের আহ্বায়ক এড. এস এম ওয়াজেদ আলী খোকনের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সদস্য শাহজামাল খােকনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম মােল্লা,আবু মোঃ শরীফুল হক,আব্দুল সালাম সেলিম,করিম আহম্মেদ,মোঃ ইউসুফ মিয়া, মোঃ মাসুদ রানা, মহানগর কৃষক লীগের সদস্য সচিব মো. আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক দিক বিজয় মন্ডল, জেলার সদস্য বি এম কামরুজ্জামান আবুল,হাজী মোঃ আবুল কাশেম,মোঃ সিরাজ মিয়া, ফতুল্লা থানা কৃষক লীগের সভাপতি মো. আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন, সদর থানা কৃষক লীগের প্রতিনিধি কাশেম সম্রাট প্রমুখ।