বক্তাবলীতে ৫নং ওয়ার্ড বিএনপি জিয়ার ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন করছে

প্রেসবাংলা ২৪. কম: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) বাদ জোহর লক্ষীনগর তারুমার্কেট এলাকায় ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্যে দিয়ে জিয়ার ৪২তম মৃত্যু বার্ষিকী পালন করছে।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সরদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আপ্যায়ন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মেহেদী, ফতুল্লা থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাছান আলী, হাছান,বিএনপি নেতা নুরু মিয়া,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান ফকির, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন,মীর কবির, ইখতেখার আহম্মেদ রাজু, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফর আলী ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজ, বিএনপি নেতা মিছির আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাসেল,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম মাষ্টার, মোঃ জাকির হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের নেতাকর্মী।