কদমরসূল ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

প্রেসবাংলা ২৪. কম: কদমরসূল ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর আয়োজনে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৫ জুন) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামে কদমরসূল ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর আয়োজনে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এর উপ – পরিচালক আলহাজ্ব মুফতী জামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলহাজ্ব মুফতী জামাল হোসেন বলেন, প্রথম এহরাম বেধে বিমানে উঠলে গলায় একটি কার্ড দেয়া হবে, এ কার্ডটা যেনো না হারিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হায়াত যতটুকুই থাকুক সবটুকু ইবাদত যেনো করতে পারেন আল্লাহর দরবারে সে কামনা করবেন

 

মাওলানা মুফতি আবু সুফিয়ান এর সঞ্চালনায় ও কদমরসূল ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ আল – কাদরী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন লাভলু , মুফতী মোঃ জাকারিয়া , বাগে জান্নাত মসজিদ এর ইমাম ও খতিব মুফতী ইমরান, বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান এহসান উদ্দিন, শাসনগাও বাইতুল ইজ্জত জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আল-আমীন সহ প্রমুখ।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজ্জের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ্জ গমণেচ্ছুক ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্জ পালনে সক্ষম হবেন। এ সময় হাদিসের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট ওলামাগণ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হজ্জ করে, আর কোনোরূপ অশ্লীলতা ও গোনাহে লিপ্ত না হয়, সে হজ্জ শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com