বক্তাবলীতে জিয়ার ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রেসবাংলা ২৪. কম: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বক্তাবলী ইউনিয়ন বিএনপি।

বুধবার (৩১ মে) রাজাপুর মরহুম আলাউদ্দিন মাষ্টার মাঠে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সফর আলীর সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ ও তোবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী,ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব এড আব্দুল বারী ভূইয়া, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ লোকমান হোসাইন,ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ হাসান আলী,কাশিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মইনুল হাসান রতন,ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম বাবুল চেয়ারম্যান,এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান ফকিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রধান,আলাউদ্দিন খন্দকার শিপন, মুজাহিদুল ইসলাম সেলিম,হাসেম ঢালী, সিরাজ মিয়া, মোঃ জামাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ মোশারফ হোসেন, জেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হৃদয়,ফতুল্লা থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হালিম আজাদ,বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, নজরুল ইসলাম মাষ্টার প্রমুখ।

প্রধান বক্তা মিলন মেহেদী বলেন,এই সরকার রন্ধ্রে রন্ধ্রে চুরি ডাকাতি করছে।শেখ হাসিনা যদি কেয়ামতের আগ পর্যন্ত হায়াত পেতো। তিনি বলতেন আমি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো।মানবাধিকারের ধারে নেই বলে শেখ হাসিনাকে শান্তি মিটিংয়ে আমেরিকা ডাকেনি।এই সরকার স্বাভাবিক ভাবে ক্ষমতাচ্যুত হবেনা তাকে চ্যুত করতে হবে।
প্রধান অতিথি মাজেদুল ইসলাম বলেন,অনেককে স্বাধীনতা ঘোষনার জন্য বলা হয়েছিল কিন্তু ভয়ে কেউ আসেনি।জিয়াউর রহমান সাহস নিয়ে স্বাধীনতার দিয়েছেন।তার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। স্বৈরাচারীনি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com