৫ আসনে নৌকার দাবি এড. পলুর
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট হাবিব আল মুজাহিদ পলু বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাটি। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম হয়েছে। আমরা আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার মাঝি চাই। ৫ আসনের মানুষ নৌকা ছাড়া অন্যকোন প্রতীকে আর ভোট দিতে চায় না।
বুধবার (১৭ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আহসান হাবিব সহ আরো অনেকে।