ভিপি বাদলের নেতৃত্বে নগরীতে র ্যালি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতার আওতায় লক্ষ লক্ষ লোককে সহায়তা দিয়ে যাচ্ছে সরকার। জননেত্রী শেখ হাসিনা রাত দিন উন্নয়ন নিয়ে ভাবছেন ও মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। আজ বিদ্যুতে সয়ংসম্পূর্ণতা ও বিভিন্ন ফ্লাইওভার নির্মাণ মানুষের জীবনের আমূল পরিবর্তন এসেছে। তাই নৌকার পক্ষে থাকতে হবে, নৌকাকে সমর্থন জানাতে হবে।

বুধবার (১৭ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালী পূর্বক এসব কথা বলেন।

এ সময়ে তিনি নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা প্রতীক দাবী করেন। বক্তব্য শেষে র্য্যালীটি নগরীর ২নং রেল গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদলের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলমগীর, এসটি আলমগীর, শফি মাহমুদ, সালে আহম্মদ খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com