ফায়ার সেইফটি রেসকিউ এন্ড ফাস্টএইড প্রশিক্ষন অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর উদ্যোগে ফায়ার সেইফটি রেসকিউ এন্ড ফাস্টএইড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৫ মে) দুপুর নারায়ণগঞ্জ হোসিয়ারী কমিউনিটি সেন্টার ভবনে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর উদ্যোগে ফায়ার সেইফটি রেসকিউ এন্ড ফাস্টএইড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়

সভাপতির বক্তব্যে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সভাপতি নাজমুল আলম সজল বলেন, বঙ্গবাজারে আগুন লেগে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা ক্ষতি হয়েছে। লক্ষ লক্ষ টাকার কাপড় নষ্ট হয়েছে, আমরা তাদের কাছে পাওনা টাকা চাইতে পারি না।

তিনি আরো বলেন, অন্যান্য সংগঠন যেভাবে সহযোগীতা পাচ্ছে আমরা তেমন পাচ্ছি না। ব্যাংক লোন খুব বেশি দেয়া হয়না। স্বল্প সুধে যদি আমরা ব্যাংক লোন পাই তাহলে আমরা ব্যবসা পরিচালনা করতে পারবো।

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সভাপতি নাজমুল আলম সজল এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসেনর সাবেক এমপি এড. হোসনে আরা বাবলী, এড. সুলতান উদ্দিন নান্নু, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের পক্ষে গোলাম মোর্তজা, অনার্স এসোসিয়েশন এর প্রশিক্ষক মোঃ ইউনুস মিয়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সহ-সভাপতি কবির হোসেন, সাঈদ আহমেদ স্বপন, পরিচালক আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মোঃ মোজ্জামেল হক, আব্দুল হাই, আমির উল্লাহ রতন, আলহাজ্ব মোঃ মনির হোসেন, সাব্বির আহমেদ সাগর, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মোঃ সাখাওয়াত হোসেন সুমন, আবুল বাশার বাসেত, আলহাজ্ব মোঃ নাছির শেখ, হাজী মোঃ শাহীন হোসেন, নাছিম আহমেদ, আতাউর রহমান, মিজানুর রহমান সহ প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com