রূপগঞ্জে বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৭ জনই

ঈদের সেমাই রান্না করতে গিয়ে দগ্ধ হলেন গৃহবধূ

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়নগঞ্জ রূপগঞ্জের ঈদের দিন সকালে চুলা জ্বালাতেই আগুন দগ্ধ হয়েছেন আঁখি আক্তার নামে এক গৃহবধূ।

বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন ওই গৃহবধূ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

ওই গৃহবধূর স্বামী রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সেমাই রান্নার জন্য আঁখি আক্তার চুলা ধরাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, আমি বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার স্ত্রীর শরীর আগুনে পুড়ে যাচ্ছে। দ্রুত আগুন নিভিয়ে সকাল সাড়ে ৯টায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নিয়ে আসি। তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন আঁখির অবস্থা আশঙ্কাজনক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com