ঈদ উপহার নিয়ে দুঃস্থদের পাশে সামাজিক সংগঠন হিদায়াহ্
প্রেসবাংলা ২৪.কম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সামাজিক সংগঠন হিদায়াহ।
সামাজিক সীমাবদ্ধতা নিরসনের একটি ক্ষুদ্র প্রয়াস শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (২১ এপ্রিল) বিকালে নগরীর চাষাড়া এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ইউনাইটেড -৯৫ সুমন সাহা, বিন্দু সংগঠনের সুমন আহমেদ, হিদায়াহ সমন্বয়ক মো. খাইরুল কবির মুন্না, সোহেল মিয়া, খোরশেদ আলম, মো. রেদওয়ান, মো. মামুন প্রমুখ।
হিদায়াহ’র সমন্বয়ক মো. খাইরুল কবির মুন্না জানান, হিদায়াহ সামাজিক সংগঠনটি একটি নতুন মুখ। দুঃস্থ মানুষদের পাশে থাকার লক্ষ্যে সব সময় কাজ করে যায়। নানা প্রাকৃতিক দূর্যোগ থেকে শুরু করে বিভিন্ন ঈদ, উৎসবে মানুষের পাশে রয়েছে। আমরা চাই হিদায়াহ’র মতো করে সমাজের বিত্তবান যারা রয়েছে তারা যেনো সকলের সঙ্গে ঈদের আনন্দ বন্টন করে এই প্রত্যাশা আমাদের।