ইয়াবা ও ফেনসিডিলসহ শওকত চেয়ারম্যানের ভাগিনাসহ গ্রেপ্তার ২
প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার মাসদাইর থেকে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ শহিদ (৫০) ও বাবু(৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে শহিদ ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ভাগিনা ও বক্তাবলীর পূর্ব গোপাল নগরের মৃত হাকিম মিয়ার পুত্র এবং গ্রেপ্তারকৃত বাবু ভোলাইল গেদ্দার বাজারের মোঃ হাবিবুল্লাহর পুত্র।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তাদেরকে মাসদাইর বাড়ৈভোগস্থ ফারিয়া গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৩ বোতল ফেনসিডিল ও ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির(টু) সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে মাসদাইর বাড়ৈভোগস্থ ফারিয়া গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিল ও ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ চিন্থিত মাদক ব্যবসায়ী শহিদ ও বাবু কে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় ফতুল্লা মডেল থানা বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।