শামীম ওসমানের সুস্থতা কামনায় জাকির চেয়ারম্যানের উদ্যোগে অর্ধশত মসজিদে দোয়া

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সাংসদ একেএম শামীম ওসমানের সুস্থতা কামনায় প্রায় আলীরটেক ও কাশিপুর ইউনিয়নের ৬০ টি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন।
শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানের বাদ জুম্মা কাশিপুর ইউনিয়ন ও আলীরটেক ইউনিয়নের প্রায় ৬০ টি মসজিদে বিশেষ দোয়া করা হয়।
এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
গত বুধবার রাতে হঠাৎ পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ডাক্তাররা বিভিন্ন টেস্ট দিয়েছেন। টেস্ট রিপোর্ট পেলে ব্যথার কারণ জানা যাবে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।