রমজানের প্রথম জুমায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

রমজানের প্রথম জুমায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে মসজিদগুলোতে মুসুল্লিদের ঢল দেখা গেছে।

শুক্রবার (২৪ মার্চ) নামাজের আগে শহরের মাসদাইর সিটি করপোরেশন কেন্দ্রীয় জামে মসজিদ, চাষাঢ়া নূর মসজিদ, ডিআইটি মসজিদ, নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জাত জামে মসজিদসহ   নগরীর  বিভিন্ন মসজিদে এ চিত্র দেখা গেছে।

ধর্মপ্রাণ মুসলমানেরা এদিন নামাজের আগে থেকে বয়ান শুনতে মসজিদগুলোতে উপস্থিত হন। প্রতিটি মসজিদে রমজান মাসে- ইমান, আমল ও গুরুত্ব নিয়ে বিশেষ বয়ান করা হয়। প্রতিটি মসজিদেই নামাজের সারি মসজিদ পেরিয়ে মূল সড়কে চলে যায়।

৩১ thoughts on “রমজানের প্রথম জুমায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com