আলীরটেকে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

প্রেসবাংলা ২৪. কম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল করেছে আলীরটেক ইউনিয়ন পরিষদ।

শুক্রবার (১৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। এবং শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আইডিয়াল ফাইবার ইন্ড্রাস্টির পরিচালক আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক রাকিবুল জেমস, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আলীরটেক ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল রানা, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু, সংরক্ষিত মহিলা মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com