মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ১৭ মার্চ বাংলাদেশের মহান স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয়ে (সাবেক কিন্ডার কেয়ার স্কুল) নানা আয়োজনে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা এবং জাতীর জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়ে দেয়ালিকা তৈরি করা হয়। এবং প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন নারী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, জাতীয় পুরস্কার ‘বেগম রোকেয়া পদক-২০২০’ প্রাপ্ত ফরিদা আক্তার।
সভাপতির বক্তব্যে ফরিদা আক্তার তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতিচারন করেন এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানী সাহা, সহকারী প্রধান শিক্ষক মনির মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।