বঙ্গবন্ধুর জন্মদিন বাঙালির ইতিহাসের মাহেন্দ্রক্ষণ: এড. রনি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট রবিউল আমিন রনি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আমাদের জাতীয় জীবনের অন্যতম উৎসব। স্বাধীনতার স্থপতির জন্মোৎসব ও বছরব্যাপী মুজিববর্ষ পালন আমাদের জন্য এক বিরল পাওয়া। ‘বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন তিনি। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসার স্বপ্ন তিনি নিজে দেখেছেন এবং সেই দুঃসাহসিক স্বপ্ন বাঙালি জাতির মধ্যে সঞ্চার করে দিয়েছিলেন তিনি। তার জন্মদিনটি আমাদের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com