প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে বিভিন্ন সড়ক প্রসস্থকরনের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ডিক্রিরচর থেকে আলীরটেক আমান উল্লাহ মার্কেট পর্যন্ত এ প্রশস্থ করন কাজের উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন।
এ সময়ে করে সৃষ্টিকর্তা নিকট শুকরিয়া জ্ঞাপন করে দোয়া করা হয়। জানা যায়, আলীরটেকে ১৫শ মিটার লম্বা ও ৬০ ফিট প্রসস্থের জন্য মাটির বরাটের কাজ চলছে।
দোয়া ও মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন বলেন, আমাদের পরিচয় আমরা বাঙালি। আমাদের আদর্শ বঙ্গবন্ধুর, আর নেতৃত্ব শেখ হাসিনার। বঙ্গবন্ধু না থাকলেও তার রক্ত ও আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা রয়েছেন। বাংলাদেশের উন্নয়নের আর্কিটেক্ট শেখ হাসিনা। তিনি গোটা জাতিকে নিয়ে ক্লান্তহীন এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার কৃতিত্ব শেখ হাসিনা দেখাতে পেরেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে ও নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পরিবার ওসমান পরিবারের হাত ধরেই এই আলীরটেক দিন দিন উন্নত হচ্ছে। সামনের দিনগুলোতে আমাদের সাংসদ সেলিম ওসমানের হাত ধরেই আরও উন্নত হবে। এ সময়ে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলীরটেক ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নংওয়ার্ডের মেম্বার সোহেল রানা, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু সহ আলীরটেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।