ছাত্রতরুন যুব সংঘ এর উদ্যোগে এনপিএল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: নন্দীপাড়া ছাত্রতরুন যুব সংঘ এর উদ্যোগে এলাকার প্রয়াত মুরুব্বিদের স্মরণে এনপিএল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ই মার্চ) সন্ধ্যায় নগরীর নন্দীপাড়া এলাকার ছোট মসজিদ সংলগ্ন মাঠে বাইতুল নূর মসজিদের সেক্রেটারি ও বাংলাদেশ হোসিয়ারী সমিতির সহ-সভাপতি মোঃ নাসির শেখ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন, নাসিক ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বৃহত্তর নন্দীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ শফি উদ্দিন প্রধান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফি উদ্দিন প্রধান বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে এ যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে এই যুব সমাজকে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমি আয়োজক কমিটিকে অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানাই।
শফি উদ্দিন প্রধান আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শারীরিক সুস্থতা, তেমনই প্রয়োজন মানসিক সুস্থতা। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। অথচ এই ওয়ার্ডে একটি খেলার মাঠ নেই। চারপাশে শুধু ভবন নির্মাণ হচ্ছে। এটা মেনে নেয়া যায় না। ছেলে-মেয়েদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দেয়া আমাদের দায়িত্ব। তাই জনগণের স্বার্থে, জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীতে এই ওয়ার্ডে একটি খেলার মাঠ পুনরুদ্ধার করবো।
খেলাধুলার সুযোগ না পেয়ে বিপথগামী হবে তরুণেরা। যুব সমাজ ও মানুষের চিত্ত বিনোদনের বিষয়টি মাথায় রেখে বক্তৃতারা এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র এর নিকট এ ১৪ নং ওয়ার্ডে একটি খেলার মাঠ করার অনুরোধ জানান।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নন্দীপাড়া ছোট মসজিদ সংলগ্ন মাঠে। এতে শিল্পী স্মৃতি সংসদ ও রয়েল শীল্ড দল অংশগ্রহণ করে। সীমিত ১৫ ওভারের এই এনপিএল ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট খেলায় ৭২ রানে শিল্পী স্মৃতি সংসদ দল জয়ী হয়
এনপিএল ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ রাজু ঢালী ও কমিটির মোঃ জোবায়ের, মোঃ শাকিল শেখ, মোঃ সাদিক, মোঃ প্রিজম, মোঃ শাকিল, মোঃ হাসান, মোঃ মুন্না, মোঃ ফাহিম ও মোঃ সুজন’র এর সার্বিক পরিচালনায় এবং মোঃ আনোয়ার হোসেন’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবুল কালাম ঢালী, হাজী মোঃ নূর হোসেন, হাজী মোঃ আবুল কাশেম ঢালী, হাজী মোঃ রফিক, মোঃ ইব্রাহিম হোসেন পিল্লু, হাজী মোঃ বাদল শেখ, বিদ্যুৎ সাহা, আবুল বাশার বাসেদ ও হাজী মোঃ বিপ্লব শেখ সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।