৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলেন বঙ্গবন্ধু: ভিপি বাদল
প্রেসবাংলা ২৪. কম: ঐতিহাসিক ৭ই মার্চ ও নাগিনা জোহার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ও নাগিনা জোহার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, ৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু। সেই ভাষণের মধ্যদিয়ে বাঙালির স্বাধীনতার ডাকই দিয়েছিলেন। বঙ্গবন্ধু ডাকে আজ আমরা স্বাধীন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছে বলেই আমরা আজ এখানে বসে কথা বলতে পারছি।
এ সময়ে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেন বঙ্গবন্ধুর কন্যার বিচক্ষণ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যেখানে বিশ্ব মহামারি করোনা ভাইরাসে ধনী দেশ গুলোর অর্থনীতি পিছিয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশের মতো একটি নিম্নমধ্যবিত্ত দেশ এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালে নির্বাচন, এই সময়ে তার যোগ্য নেতৃত্ব আবারও প্রয়োজন। না হলে দেশ আবারও পিছিয়ে যাবে। সুতরাং ২০২৪ সালে পুনরায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কাজ করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মোঃ শহীদ বাদল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরু, সংরক্ষিত মহিলা আসেনর সাবেক সংসদ হোসনে আরা বাবলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, সদর থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সওদাগর খান, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, সিবিএ নেতা শাহাবুদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন সহ প্রমুখ।