না’গঞ্জে মহানগর আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগরীর ২নং গেট এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এর আগে, বিকেল ৩টা থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। বিএনপির আজকের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে থাকার জন্যই এই সমাবেশ বলে জানান নেতা-কর্মীরা।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, রোকনউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা আক্তার মালা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের কার্যকারী সদস্য ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, মো. সুমনসহ মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপিকে হুশিয়ারি দিয়ে নেতৃবৃন্দরা বলেন, আপনারা শ্রীলংকার মতো দেউলিয়া হয়ে গেছেন। আর তাই আপনারা বাংলাদেশকেও সেরকমই বানাতে চান। কিন্তু মনে রাখবেন আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা যতদিন বেচেঁ আছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের প্রতিহত করবোই। আপনারা দেশে যতই অরাজকতা সৃষ্টি করতে চান না কেন, আমরা তা করতে দিবো না। সুতরাং এরকম কিছু করার কল্পনাও করবেন না।

তারা আরও বলেন, এই আগুন সন্ত্রাস করে আপনারা কখনো ক্ষমতায় আসতে পারবেন না। ক্ষমতায় আসার এক মাত্র পথ নির্বাচন। আর বিগত দিনে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন তাতে স্পষ্ট যে বাংলার মানুষ পুনরায় আওয়ামী লীগকেই নির্বাচিত করবে। আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে হাটছে। এই উন্নয়নের ধারাবাহিকতা কোন অপশক্তি রুখে দিতে পারবে না।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com