ডা. বিধানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বচিপ) সাধারণ সম্পাদক ডা. বিধান পোদ্দারের ওপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে নারায়ণগঞ্জে কর্তব্যরত ডাক্তাররা।

শনিবার (৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতাল ও ১০০ শয্যা ভিক্টোরিয়ায় পৃথকভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময়ে ডাক্তাররা ডা. বিধান পোদ্দারের উপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ১০০ শয্যা ভিক্টোরীয়া হাসপাতালের আরএমও ডা. ফরহাদ, ডা. শাখওয়াত, ডা. দেবাশিষ সাহা প্রমুখ

উল্লেখ্য, বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচনের প্রচারণায় যান তিনি । ওই সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা গাড়ি থেকে নামার পরই হামলার শিকার হন তিনি। নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের ২০১৮ সালের সাধারণ সম্পাদক প্রার্থী ডাক্তার আতিকুজ্জান সোহেল ও তার সহযোগী তাকে মারধর করেছে বলে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় বিচার চেয়ে চিকিৎসক বিধান হামলার কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com