ইপিআই টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মত-বিনিময় সভা অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: ইপিআই টিকাদান কর্মসূচি বাস্তবায়নে নিমিত্ত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ও শিক্ষিকাদের নিয়ে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগীতায় ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্ট ডা. ফারহানা রহমান, নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, ফিল্ড অফিসার মো: মুজাহিদুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার সাইফুদ্দিন, এমএ মামুন, দক্ষিন ধনকুন্ডা আল মামুর জামে মসজিদের মাওলানা বারাতুল ইসলাম সানি, ১৬৮ নং বিজেসি জামে মসজিদের মো. ফয়সাল হোসাইন প্রমুখ।

এ সময়ে ইপিআই টিকাদান কর্মসূচি বাস্তবায়নে নিমিত্ত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ও শিক্ষিকাদের নানা পরামর্শ দেয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com