আরব আমিরাতে ভিসা জটিলতায় বাংলাদেশিরা

আরব আমিরাতে ভিসা জটিলতায় বাংলাদেশিরা

প্রেসবাংলা২৪.কম: সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলায় ভুগছে বাংলাদেশি শ্রমিক ও ব্যবসায়ীরা। দীর্ঘদিন সাধারণ শ্রমিকদের ভিসা প্রক্রিয়া সহজ থাকলেও বর্তমানে বাংলাদেশিদের জন্য জটিলতা তৈরী হয়েছে।

সংযুক্ত আমিরাতে শুধু উচ্চতর পেশায়  বাংলাদেশিদের ভিসা দিচ্ছে সরকার। তবে সাধারণ শ্রমিকদের ভিসা বর্তমানে বন্ধ রাখা হয়েছে। এতে করে বাংলাদেশি শ্রমিকরা ভিসা জটিলতার কারনে বিরম্বনায় পড়তে হয়েছে। অনেকে কোম্পানী পরিবর্তনের জন্য ভিসা বাতিল করে নতুন কোম্পানীতে ভিসা লাগাতে না পাড়ায় পরেছেন সমস্যায়। আবার অনেকে নতুন ভিসায় বাংলাদেশ থেকে আসার কথা থাকলেও এখন আর আসতে পারছেন না।

জানা গেছে, বাংলাদেশিরা ব্যবসায়িক লাইসেন্স এর অনুমতি পেলেও ভিসা জটিলতায় ব্যবসা পরিচালনার জন্য বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ দিতে পারছেন না ।  অথচ পার্শ্ববর্তী দেশ ভারতের শ্রমিকদের জন্য উম্মুক্ত রয়েছে আরব আমিরাতের ভিসা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com