প্রেসবাংলা ২৪. কম: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ প্রয়াত বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান।
মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারি) সকালে তার পক্ষে নেতাকর্মীরা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত বীর মুক্তিযুদ্ধা নাসিম ওসমানের কবর জিয়ারত করে নেতাকর্মীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা আলী হায়দার শামীম, মোঃ নাসির উদ্দীন, মোঃ মোস্তফা ভান্ডারী, মোঃ মনির হোসেন।