আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি ইব্রাহিম মোল্লার শ্রদ্ধাঞ্জলি
প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে সবার উপরে স্থান দেবার জন্য ও ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং জেলা যুবলীগের সিনিয়র সদস্য ইব্রাহিম মোল্লা।
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভির শ্রদ্ধা জানিয়ে ইব্রাহিম মোল্লা বলেন, ‘বাংলা মায়ের দামাল সন্তানেরা যারা জীবনের পড়োয়া না করে বাংলাকে মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
ইব্রাহিম মোল্লা আরও বলেন, ভাষা আন্দোলন করতে গিয়ে বারবার কারাবরন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আজকের এই দিনে আমি জাতির মহান নেতা, জাতির পিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ভাষা আন্দোলনে সকল শহীদ ও জাতির পিতা ও পরিবার পরিজনের যারা আমাদের মাঝে নেই সকলের জন্য দোয়া চাই।