গুলিতে আহত সুলতান কাচ্চির সেই ম্যানেজারের মৃত্যু

গুলিতে আহত সুলতান কাচ্চির সেই ম্যানেজারের মৃত্যু

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ চাষাঢ়ায় গুলিবিদ্ধ সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁর ম্যানেজার মো. জামান কাজল (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্কুর আলী বলেন, ‘রাতে কাজল মারা গেছে বলে খবর পেয়েছি। আমরা হাসপাতালে যাচ্ছি। মরদেহ আনার প্রস্তুতি চলছে।’

নিহত মো. জামান কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন এক নারীসহ পাঁচজন। এর মধ্যে কাজলের অবস্থা গুরুতর ছিল।

এদিকে, এ ঘটনায় রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বাদী হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার তালুকদার ও আরিফ তালুকদার মোহনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। মামলায় আসামি বাবা ও ছেলেকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার বিকেলে দুই আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত কাজল মিয়ার সহকর্মী আশরাফুল আলম ঘটনার পরে গণমাধ্যমকে জানিয়েছিলেন, সুলতান কাচ্চি ভাইয়ের সব আউটলেটের ম্যানেজার কাজল। আঙ্গুরা শপিং কমপ্লেক্সে তাদের একটি আউটলেট রয়েছে। ঐ আউটলেটের ভবন মালিক আজহার আলী। তিনি প্রায় সময়ই বিভিন্নভাবে কর্মীদের হুমকি-ধামকি দিতেন। ঘটনার দিনও ভবন মালিক তাদের দোকান ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। এসব বিষয় নিয়ে কাজলের সঙ্গে দোকানিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার কাছে থাকা পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে কাজলের পেটে ও দুই হাতে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com