প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জে গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপোর একটি পাম্প মেশিন রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ডিপোর ইনচার্জ শাজাহান কবিরসহ, ডিপোর মিস্ত্রি শফি, সিরাজ মিস্ত্রী, মহিউদ্দিন মিস্ত্রি, মোজাম্মেল হক, গোলাপ হোসেন ও নাজমুল হক।
সিদ্ধিগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, পদ্মা অয়েল ডিপোর পাম্প মেশিন আউটপুট লাইনের বিদ্যুতের সুইচ বোর্ডে শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।