প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২২। যতই দিন যাচ্ছে, ততই বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়। একই সঙ্গে বাড়ছে বেচা-কেনাও।
শনিবার মাসব্যাপী এ মেলার ২১তম দিনে দেখা গেছে, মেলাপ্রাঙ্গণ দর্শনার্থীতে পূর্ণ। স্টলগুলোর মাঝের গলিতে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে যাচ্ছে। বেশিরভাগ পণ্যের দোকানেই রয়েছে মানুষের সরব উপস্থিতি।
এক্সিবিশন সেন্টারের ভেতরে পূর্ব পাশের জোনে দেখা গেছে, মেয়েদের শাল, ব্যাগ, জুতাসহ বিভিন্ন ধরনের পণ্যের দোকানে অসংখ্য মানুষের উপস্থিতি। সবচেয়ে বেশি ভিড় রয়েছে বিদেশি পণ্যের দোকানে। নানা রং-ডিজাইনের শাল, চাদর, ব্যাগ ও জুতা স্থান পেয়েছে এসব দোকানে। মেলায় মানুষজনের ব্যাপক উপস্থিতি থাকলেও বিক্রেতারা বলছেন, সবাই শুধু দেখতে আসছে। কিনছে কম।
এক ক্রেতা বলেন, ঘুরে ঘুরে বিভিন্ন বিদেশি পণ্য দেখলাম। ২ হাজার টাকায় একটি কাশ্মিরি সাল কিনেছি। দোকানগুলোতে নানা ধরনের পণ্য রয়েছে। বাণিজ্য মেলার বাইরে এসব পণ্য দেখাই যায় না।
আরেক ক্রেতা বলেন, বাণিজ্য মেলায় এলে নানা ধরনের পণ্য পাওয়া যায়। পছন্দের জিনিসগুলো কালেকশনে রাখি। ক্রোকারিজ জিনিসের প্রতি আমার দুর্বলতা আছে। প্রতি বছর কিছু কিছু করে কিনতে কিনতে বাসায়ই মেলা বানিয়ে ফেলেছি।
এদিকে ইন্ডিয়ান ফুটওয়্যারের বিক্রেতা সানু বলেন, ভালই বিক্রি হচ্ছে। তবে একেবারে ভালো বলা যাবে না। হয়তো শেষের দিকে কিছুটা বিক্রি হতে পারে।