না’গঞ্জে মানবাধিকার কমিশনের মানববন্ধন

না’গঞ্জে মানবাধিকার কমিশনের মানববন্ধন

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বিচারকের সাথে কুরুচিপূর্ণ আচরণ ও গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যরা।

বুধবার (১১ জানুয়ারি) ব্রাক্ষ্মনবাড়িয়ায় আইনজীবী কর্তৃক চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, একজন বিচারপতি একটি জেলার অতিথি। তার সাথে এমন আচরণ কোন ভাবেই কাম্য নয়। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। হািকোর্টের ডিভিশন বেঞ্চ এঘটনায় রুল জারি করেছেন এবং তাদের ডেকেছেন। আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দাবী জানাচ্ছি এমন বিচার হোক যেন ভবিষ্যতে কেউ কোন বিচারপতির সাথে এমন আচরণ করতে সাহস না পায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com