এড. আজাদের স্মরনে আইনজীবী সমিতির শোক সভা
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাড. এ.এইচ. এম রিয়াজুল ইসলাম আজাদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ জানুয়ারী) দুপুরে সেলিম ওসমান বার ভবনের নিচ তলায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ দোয়ার আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল আলম রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. মরিনুজ্জামান বুলবুল, জিপি মেরিনা বেগম, বারের সাবেক সভাপতি অ্যাড. মুহাম্মদ মহসীন মিয়াসহ বিজ্ঞ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা।