প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০০ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের ২নং রেলগেট থেকে গলাচিপা পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, নারায়ণগঞ্জের ২নং রেলগেট থেকে গলাচিপা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে রেলওয়ের ডাবল লাইন প্রকল্পের মালামাল রাখার কার্যক্রম পরিচালনা করা হবে।