স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার নামাপাড়া এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।
সোমবার ডিবির এসআই কামরুজ্জামন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে উপজেলার নামাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ।এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন সদর থানার নামাপাড়া এলাকার মো. মেজবাহ উদ্দিন খোকনের ছেলে মো. শাকিল, ফতুল্লা থানার কাশিপুর বাংলাবাজার এলাকার মো. আমান উল্লার ছেলে মো. রুবেল ও একই থানা এলাকার মৃত. আলিমের ছেলে মো. রাকিব।
ডিবির এসআই আরো জানান, মাদক বিক্রি করার উদ্দেশ্যে পাইকপাড়া নামাপাড়া এলাকার মেজবাহ উদ্দিনের বাড়ি সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা দৌড়ে পালানোর সময় মো. শাকিল, মো. রুবেল ও মো. রাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে জ্যাকেটের পকেট থেকে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।