গোগনগরে গাছ কাটতে বাঁধা দেয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: দীর্ঘ দিন ধরে চলা বিবাদের জেরে নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়নে গাছের ডাল কাটতে বাধা দেওয়ায় জায়েদা বেগম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোগনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জায়েদা একই ইউনিয়নের কাইয়ুম মণ্ডলের স্ত্রী।
সদর মডেল থানার ওসি আনিছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে জায়েদার পরিবারের সঙ্গে প্রতিবেশীর বিরোধ চলছিল। বৃহস্পতিবার গাছের ডাল কাটতে আসেন প্রতিপক্ষের লোকজন। এ সময় ডাল কাটতে বাধা দেওয়ায় জায়েদাকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।