রূপগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন অগ্নিদগ্ধ

রূপগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন অগ্নিদগ্ধ

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাহিদ হোসেন (৪০), তার স্ত্রী রুমা আক্তার (২৮), মেয়ে লাবনী আক্তার (১২) ও শিশু ছেলে ইয়াছিন (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পেশাগত কারণে কয়েকমাস ধরে সপরিবারে উপজেলার ডহরগাঁও এলাকার জামাল উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছেন জাহিদ। তিনি স্থানীয় ফকির ফ্যাশন টেক্সটাইল মিলে চাকরি করেন। সকাল ৭টার দিকে জাহিদের স্ত্রী রুমা রান্নাঘরে গ্যাসের চুলা চালানোর চেষ্টা করলে আগুন লেগে যায়। এতে জাহিদসহ পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com