প্রেসবাংলা ২৪. কম: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমি অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জরুল হাফিজ।
মঞ্জুরুল হাফিজ বলেন, আজকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তাই আপনারা আমাদের পাশে থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন, যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এগিয়ে আসবেন আমরা আপনাদের সম্মান করবো।
আপনাদের আগামী দিন গুলো আরো ভালো কাটুক, আমাদের মাঝে আপনাদের কে যেনো বার বার ফিরে পাই সেই আশা আমরা করি।
নারায়ণগঞ্জ স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার এড. নরুল হুদ, নারায়ণগঞ্জ সদর কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাজ সহ প্রমুখ।