কাজী মনিরের নেতৃত্বে বিএনপির সমাবেশ
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মামুন মাহমুদের নেতৃত্বে বিজয় র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। র্যালিটি শহরের মূল সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া বিজয় স্তম্বে এসে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে সকাল থেকে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলসহ জাতীয় পতাকা হাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।
প্রসঙ্গত: গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ১ হাজার ৬৫জন নেতাকর্মীকে আসামী করে ১১টি নাশকতার মামলা করা হয়। মামলাগুলোতে অর্ধ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। দিন-রাত পুলিশ বিএনপির নেতাকর্মীরের বাড়ি-ঘরে তল্লাশী চালায়। গ্রেপ্তার এড়াতে গণসমাবেশের ৩-৪ দিন আগেই ঢাকায় অবস্থায় নেয় বিএনপির শীর্ষ ও মাঠ পর্যায়ের নেতারা। এক পর্যায়ে স্থবির হয়ে পড়ে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি। শুক্রবার বিজয় র্যালিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করে তোলে।