প্রেসবাংলা ২৪. কম: বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে ও বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) বিকালে দলটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
এসময় নারায়ণগঞ্জ ২ নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিস সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামেন এসে বিক্ষোভ মিছিল শেষ হয় ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুবলীগের নেতা জানে আলম বিপ্লব, সাবেক ছাত্রলীগের নেতা সাফায়েত আলম সানীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলো এসময় বিক্ষোভ শেষে দলের নেতারা বক্ত্যব দেন।
খোকন সাহা বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই বিএনপিকে বলবো আগামী ২০২৪ সালে নির্বাচনে আসেন ২০১৪ সালের মত ট্রেন ফেল করবেন না। নারায়ণগঞ্জে জ্বালাও পোড়াও চেষ্টা করবেন না।
নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমানের নিদের্শে গত ৭ দিন যাবত আমাদের নেতাকর্মীরা মাঠে ছিলো। আমরা এখনো মাঠে আছি, মাঠে থাকবো।
আবু হাসনাত শহিদ বাদল বলেন. আমরা শামীম ওসমান নেতৃত্বে এখানে সবাই এসেছি। আমাদের যে কর্মসূচি ছিলো তা আমরা শান্তিপূর্ণভাবে পালন করেছি। আমরা সবাই শান্তির পক্ষে। আমরা সবাই মানুষের হাঁসি ফুঁটার লক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি আপনাদের সাথে আছি থাকবো বঙ্গবন্ধুর আদর্শের পতাকা নিয়ে।