রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: রূপগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেতাকর্মীরা হলেন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আব্দুল গফুরের ছেলে আবু হানিফ, জাহাঙ্গীর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে আফতাব উদ্দিন খোকা, মৃত আবুল হাশেমের ছেলে তাইজুদ্দিন ও পাইস্কা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে হাজী হুমায়ুন কবির।
আফতাব উদ্দিন ও তাইজুদ্দিনকে তিনদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য দুজনকে সন্দেহজনক আসামি করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) রূপগঞ্জ থানায় করা মামলায় জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুনসহ ৩৮ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
মামলার বাদী রাশিদুল প্রধান উপজেলার রূপসী প্রধান বাড়ি এলাকার জালাল প্রধানের ছেলে। তিনি নিজেকে তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী দাবি করেন।
এ মামলায় বিএনপি ও ছাত্রদলের আরও ১২ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির মোল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।