নারায়ণগঞ্জ জেলা বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কমিটি ঘোষণা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুমন সভাপতি, সদর উদ্দিন সাধারণ সম্পাদক ও কোয়াশা হক সাংগঠনিক সম্পাদক।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের ৫০ বছর পুর্তি / সুবর্ণ জয়ন্তী ও নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির সম্মেলন ২০২২ অনুষ্ঠনে এ কমিটি ঘোষনা করা হয়।

বুধবার(৩০ শে নভেম্বর) বিকাল তিনটায় শাহ ফতেহ উল্লা কনভেনশন হলে বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগ কমিটির সম্মেল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি মোঃ সুমন হাওলাদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সদর উদ্দিন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরে ১৯৭২ সালে এই সংগঠনটি গঠন করেন।

এসময় অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্রও পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি জেড, এম কামরুল আনাম, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার লুতফুর রহমান, ফতুল্লা থানা আওয়ামিলীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ আবু তাহের রানা, এস এম সালেহ আহম্মেদ খোকন, মোঃ সাহাবউদ্দীন চৌধুরী, এড, মোঃ সালাহ উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি জেড, এম, কামরুল আনাম নারায়ণগঞ্জ জেলা বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা করেন।

সুমন হাওলাদার সভাপতি, সাধারণ সম্পাদক সদর উদ্দিন মেম্বার ও সাংগঠনিক সম্পাদক কোয়াশা হক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com