আইনজীবীরা অকৃতজ্ঞ না : এড. জুয়েল
আইনজীবীরা কৃতজ্ঞতা জানাতে জানে। আমরা তাকে সম্মানিত করেছি। তারপরই ইজিএমে এজেন্ট বাস্তবায়ন করা হয়েছে সেখানে এ বিল্ডিং এর নাম প্রস্তাবনা করা হয়েছিল। সেই সময় সর্বসম্মতিক্রমে সব আইনজীবীরা বলেছিলেন পাস।
আজকে যারা সংবাদ সম্মেলন করেছিলেন আপনারও তো সেদিন সেখানে বসা ছিলেন। আজকে আপনারা কথা বলছেন কেন কই সেদিন তো আপনারা ইজিএমে কোন কথা বলেননি। আপনারা কি চান না যে আইনজীবীরা তিনতলায় বসুক। আপনারা কি চান না বারে একটা লাইব্রেরি হোক মহিলা আইনজীবীদের জন্য কমন রুম হোক। কেন বৃহস্পতিবার বিল্ডিং এর উদ্বোধন আর আজকে আপনারা বিরোধিতা করছেন।
এমপির আসবেন মন্ত্রীরা আসবেন আমরা তাদের কাছে আমাদের সুখ-দুঃখের কথা বলব। তারা আবার আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা কি আইনজীবীদের স্বার্থে কথা বললে নাকি বিরোধিতা করলেন। আপনার তো অনেকবার কমিটিতে ছিলেন কি করতে পেরেছেন।
আজকে পর্যন্ত আপনারা বারের জন্য কিছুই করতে পারেননি। তাহলে কেন আপনারা আইনজীবীদের কে বিভ্রান্ত করাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যটা কি আপনাদের সেই উদ্দেশ্য সাধারণ আইনজীবীরা জানতে চায়। বিশৃঙ্খলা যদি করতে চান আইনজীবী সমিতিতে কোন বরদাস করা হবে না।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বার ভবনের নাম নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান ভবন নাম করণ নিয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে তা আপত্তি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
পরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের সামনে দাঁড়িয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল তাদের এই সংবাদ সম্মেলনের জবাব দিতে গিয়ে এসব কথা গুলো বলেন।
তিনি বলেন, গত দুই বছর আগে যখন এই বিল্ডিং এর দরজা ওপেন করে দেওয়া হয় তখন আমি এই বারের প্রেসিডেন্ট ছিলাম এমন মহসিন সাহেব সেক্রেটারি ছিলেন। ১৮ সালে এজিএমে যখন আমি বক্তব্য দিয়েছিলাম তখন আমি বলেছি আগে আমাদের আইনজীবীরা ঢুকবে এরপর আমার চেয়ার থাকলেও চলবে না থাকলেও চলবে। আমাদের কোন আক্ষেপ নাই। আজকে যারা বক্তব্য দিয়ে গেলেন বিএনপির বন্ধুরা আপনারা কোথায় বসেন। তাহলে আমাদের চেয়ারটা কোথায়। আমরা তো চেয়ার নেই আমাদের কোন আক্ষেপ নেই। একজন ব্যক্তি টাকা দিয়েছে এ বিল্ডিং টা তৈরি হয়েছে। তখনো আপনারা বাধা দিয়েছিলেন এখনও আপনারা বিরোধীতা করছেন। তখনও আপনারা আইনজীবীদের স্বার্থে কথা বলেননি।
সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটিমাত্র বার যে বার ব্যক্তির নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ বার একমাত্র বার দশ হাজার স্কয়ার ফিটের এত বড় বার বিল্ডিং বাংলাদেশের কোনো কোথাও নেই। আমরা চার বছর নিরলস ভাবে কাজ করি এই বিল্ডিংটি ধার করিয়েছি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাবেক সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনী, জেলা পিপি এড. মনিরুজ্জামান বুলবুল, জিপি এড. মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী এড. মাসুদুর রউফ, এপিপি এড. সুইটি ইয়াসমিনসহ আইনজীবী সমিতির সদস্যরা।