প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম বলেন,ছোট বেলায় আমরা পড়াশোনা করতে চাইতাম না শুধু খেলা আর খেলা নিয়ে থাকতাম। এখন আর সেটি নাই। পড়াশোনা শেষে ভার্চুয়াল নিয়েই ব্যস্ত থাকে। খেলাধূলা না থাকায় মানুষ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, অনেকেই মাদকের সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, চারিত্রিক কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে, অনেকই পথ হারিয়ে ফেলছে। পুরো সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যৎ কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই খেলার জগতটা আমাতের বিকশিত করতে হবে। যে খেলায় গুলোতে সম্ভবনা আছে সেগুলোকেই ডেভোলেপ করা আমাদের উচিৎ বলে আমি মনে করি। এর মধ্য অন্যতম হলো কাবাডি। কাবাডি থেকে আমরা বহিবিশ্বে পরিচিতি লাভ করি, যুবক সমাজকে মাদকসহ যে অপকালচার আছে সেগুলো থেকে ফিরিয়ে আনতে পারি। কেউ যদি বলে আপনি কি চান? তাহলে আমি বলবো আমি সুন্দর একটা জীবন চাই, সাইন্ড লাইফ চাই। যেটাকে বলি সুস্থ একটা জীবন, দুশ্চিন্তা মুক্ত সুস্থ মস্তিষ্ক চাই। মস্তিষ্ক যদি ঠিক রাখতে চান তাহলে খেলাধূলা দরকার, বডিটাও ঠিক রাখতে হলে খেলাধূলা দরকার।
বুধবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ওই খেলার উদ্বোধন করা হয়। যেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে আমি কখনো ঢাকা থেকে বিচ্ছিন্ন মনে করি না। সেই বিবেচনায় অতন্ত প্রিয় একটি জেলা। আমি প্রথম পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ ছিলাম। কাবাডি খেলা আমাদের নিজস্ব দাবি করবো না, কিন্তু ছোটবেলা থেকে এটাকে নিজস্ব বলেই মনে হয়েছে। ফুটবল-ক্রিকেটকে কখনোই নিজস্ব মনে হয় না। একমাত্র কাবাডিকেই নিজের মনে হয়। ইন্ডিয়াতে কাবাডি খুব স্ট্রং, তবে ইন্ডিয়া আর আমাদের জনপদ বিছিন্ন হয়েছে খুব বেশীকাল আগে না। তাদের ইতিহাস আর ঐতিহ্য অনেকটাই আমাদের মতো। সম্প্রতিক সময়ে একটি আর্ন্তজাতিক কাবাডি টুর্নামেন্ট হয়েছে। কাবাডি আমাদের বিকশিত হয়েছে, তবে এখনো কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারিনি। ক্রিকেট আমরা অনেক এগিয়েছি। কাবাডি যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে একটা জায়গায় আমরা পারদর্শীতায় নিয়ে যেতে পারবো। খেলাধূলার জগতটা সংকুচিত হয়ে আসছে, কারণটা আমরা অনেকেই জানি যে, সারাবিশ্বে মোবাইল ফোনে একটা কারণ। সারাক্ষণ মোবাইল ফোন দেখি, কেউ খেলতে চায়না। যার ফরে মাদক বেড়ে গেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলে’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুল হক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, বিসিবি’র পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম, সিআইডি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) এস এম রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি)মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন, উপ-পুলিশ পরিদর্শক (ইনচার্জ, আইসিটি এন্ড মিডিয়া) হাফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।