প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ওরফে ভিপি বাদল বলেছেন, যারা দলের জন্য ক্ষতিকারক যার কারণে দলের ভোট কমবে সেই লোক আমাদের দলের প্রয়োজন নাই। এমন লোক আমাদের দরকার নাই যেই লোকের কারনে দলের বদনাম হবে। আর হাইব্রিড লোকদের দলে স্থান হবে না। দলকে সুসংগঠিত করতে হলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিয়ে দলের জন্য কাজ করতে হবে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ফতুল্লার দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ যুবলীগের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কাশিপুর ইউনিয়ন যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগ সরকারকে তিরস্কার করে কথা বলে আগামী ১০ ডিসেম্বর নাকি দেশে কিছু একটা হবে। যারা এ ধরনের কথা বলে তাদের উদ্দেশ্য বলতে চাই, বঙ্গবন্ধুর সৈনিকেরা মাঠে নামলে তাদের খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। চারদিকে উন্নয়ন আর উন্নয়ন। এতো উন্নয়নে দেশের মানুষ মহা খুশি। তাই আল্লাহর রহমতে আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।
ভিপি বাদল আরো বলেন, আওয়ামী লীগের মধ্যে এমন নেতাকে দেখতে চাই, যারা শামীম ওসমানের মত কর্মীবান্ধব নেতা হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নৌকার জয়গানের শ্লোগান দিয়ে পথ চলতে পারবে এমন লোকের হাতে দলের নেতৃত্ব হিসেবে দেখতে চাই। হাইব্রিডদের দলের স্থান হবে না। আর নারায়ণগঞ্জের যুবলীগের একটি শক্তিশালী কমিটি হবে। প্রতিটি থানা ইউনিয়ন যুবলীগের এমন ব্যক্তিদের হাতে নেতৃত্বে আসুক যারা দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রয়েছে তাদের দিয়ে কমিটি গঠন করার আহবান করা হলো।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক যুবলীগ নেতা নাজমুল হাসান সাজনের সার্বিক তত্বাবধানে কাশিপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম।
এদিকে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বাবু চন্দনশীলকে সংবর্ধণা দেয়া হয়। এসময় আয়োজকরা তাকে স্বর্নের নৌকা উপহার দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বাবু চন্দনশীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকা, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, যুবলীগ নেতা মুন্না, বাদশা, শরীফুল হক, সোহেল আহম্মেদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে যুবলীগের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কাশিপুর ইউনিয়ন যুবলীগের আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে হয়। আতসবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের আয়োজন করেন। এতো কিছু পিছনে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের সন্তান যুবলীগ নেতা নাজমুল হাসান সাজনের অবদান। যার অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়েছে।