সাংবাদিক নিলয়ের মায়ের মৃত্যুতে প্রেসবাংলা পরিবারের শোক

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: জাতীয় অনলাইন গণমাধ্যম প্রেসবাংলা২৪.কম এর স্টাফ রিপোর্টার রায়হান কবির নিলয়ের মা শুক্রবার সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মরহুমার নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের আলীরটেক মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
প্রেসবাংলা২৪.কম পরিবার এর পক্ষথেকে এক শোক বার্তায় এর সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, রায়হান কবির নিলয়ের মায়ের মৃত্যুতে গভির শোক প্রকাশ করে বলেন, আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।